Sylhet Today 24 PRINT

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার এবং ঈদবস্ত্র বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুন, ২০১৭

সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সংগঠন "রুরাল টু আর্বান''। শনিবার সিলেটের শেখঘাটের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে এমন একটি স্কুল "ইচ্ছে পাঠ" এর সুবধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের উপহার বিতরণ এবং তাদের সাথে ইফতারের আয়োজন করে টিম "রুরাল টু আর্বান"।

"ওদের হাসি মানেই আমাদের হাসি" নামের একটি ইভেন্টের মাধ্যমে তারা বিগত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য সাহায্য তোলার চেষ্টা চালিয়ে যায়। এছাড়াও তাদের নিজেদের ব্যক্তিগত চেষ্টার মাধ্যমে তারা যতটুকু পারে এই বাচ্চাদের জন্য ঈদ উপহার এবং ইফতারের আয়োজন করে।

"রুরাল টু আর্বান" এর প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোঃ সোহেল রানা বলেন "আমাদের সমাজে আমাদের মতো মোটামুটি সামর্থবান যে মানুষগুলো আছেন, তারা প্রত্যেকে যদি একজন করেও অবহেলিত এইসব শিশুদের দায়িত্ব নেই তাহলেও তারা ঝরে পরবে না। আর তারা ভবিষ্যৎে দেশের জন্য বোঝা বা হুমকী হয়ে দাঁড়াবে না। আমাদের নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য হলেও এরকম কাজে সামনে এগিয়ে আসা উচিত।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.