Sylhet Today 24 PRINT

উইমেন্স মেডিকেলে জাপানিজ এনকেফালাইটিস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ জুন, ২০১৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও সিভিল সার্জন অফিস কর্তৃক আয়োজিত জাপানিজ এনকেফালাইটিস বিষয়ক সেমিনারের ২য় দিন মঙ্গলবার (১৯ জুন) সিলেট উইমেন্স মেডিকেল কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারের ২য় দিনে সভাপতির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. তোজাম্মেল হক।

সেমিনারে বক্তব্য রাখেন কো-অরডিনেটর ও সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, ফেসিলেটর এর বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহমদ সিরাজুল মুনীর (রাহিল), বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. আজাদ রহমানী, ডা. মুহিবুল কাশেম প্রমুখ।

রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. ইসমাইল পাটোয়ারী, শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আজির উদ্দিন আহমদ, ডেপুটি সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।

সেমিনারটি পর্যায়ক্রমে আগামী ২২মে পর্যন্ত ৪টি মেডিকেল কলেজে অব্যাহত থাকবে।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.