Sylhet Today 24 PRINT

সাম্প্রদায়িক সম্প্রীতির নগর হিসেবে সিলেটের ঐতিহ্য রয়েছে : মেয়র আরিফ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ জুন, ২০১৭

প্রতি বছরের ন্যায় এবারও রথযাত্রা উৎসব উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রথযাত্রা উপলক্ষে উৎসবে অংশগ্রহণকারী ২১ দেবালয়কে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৬ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে সিলেট সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এর পরিচালনায় এ সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নগর হিসেবে সিলেটের ঐতিহ্য রয়েছে। ভবিষ্যতেও ঐতিহ্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা উৎসব উদযাপনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি অনিল কিষন সিংহ, সহ সভাপতি এডভোকেট দিলীপ কুমার দাশ চৌধুরী, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ, র‌্যাব ৯ এর ডেপুটি এ্যসিসেন্ট ডিরেক্টর অমলেন্দু বিকাশ চন্দ, বাজার পরিদর্শক মো: জামিলুর রহমান, সুষেন দে, হিসাব শাখার আব্দুল হামিদ, মিন্টু সিংহ প্রমুখ।
 
আলোচনা সভা শেষে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর ২১ টি দেবালয় এর পরিচালক ও সেবাইত এর হাতে ৩০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। মন্দির গুলোর নাম হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া লামাবাজার, শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া আম্বরখানা, শ্রী শ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ মনিপুরী মন্দির শিবগঞ্জ, শ্রী শ্রী নরসিংহ জীউর আখড়া কালিঘাট, শ্রী শ্রী মহাপ্রভু’ মন্দির মণিপুরী রাজবাড়ী, শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া নয়াবাজার, ইসকন সিলেট, শ্রী শ্রী জগন্নাথ মন্দির নরসিংটিলা উপর পাড়া, শ্রী শ্রী জগন্নাথ জীউর আখড়া কালিঘাট, শ্রী শ্রী মহাপ্রভু মন্দির নরসিংটিলা নিচ পাড়া, শ্রী শ্রী মহাপ্রভু মন্দির লালাদিঘীর পার, শ্রী শ্রী মহাপ্রভু মন্দির সাগরদিঘীরপার, শ্রী শ্রী গোপীনাথ জীউর আখড়া মাছিমপুর, শ্রী শ্রী জগন্নাথ মন্দির বড় বাজার, শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া সুবিদ বাজার, শ্রী শ্রী মহাপ্রভু জীউর আখড়া লামাবাজার, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির দক্ষিণ কাছ, শ্রী শ্রী জগন্নাথ জীউর আখড়া জিন্দাবাজার, নিম্বার্ক আশ্রম মির্জাজাঙ্গাল, শ্রী শ্রী মহাপ্রভু মন্দির লালদিঘীর পার, শ্রী শ্রী ব্রজনাথ ব্রজেশ্বরী মন্দির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.