Sylhet Today 24 PRINT

‘শাহজালাল সার কারখানা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে’

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ জুন, ২০১৭

সিলেট-৩ আসনের এম.পি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, পরীক্ষামূলক চালু ও পবিত্র শবে কদরের দিনে থেকে উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছে।

কারখানায় প্রতিদিন ৩৬০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়েছে কারখানার কর্মকর্তা কর্মচারীদের পরিশ্রমের কারণে। উৎপাদনের এই ধারাবাহিকতায় অব্যাহত রাখতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান তিনি।

শুক্রবার ২৩ জুন শাহজালাল সারকারখানা অফিসার্স ক্লাবে বৃহত্তর সিলেট কল্যাণ সমিতি (এসএফসিএল) ফেঞ্চুগঞ্জের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এস.এফ.সি.এল ফেঞ্চুগঞ্জের সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নায়ীমুল করিম খসরুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, জেনারেল ম্যানেজার একাউন্স নীশি কান্ত ব্যানার্জি, বিভাগীয় প্রধান প্রশাসন (ভারপ্রাপ্ত) রেজাউল করিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিবিএ’র সভাপতি ছালেহ আহমদ, সাধারণ সম্পাদক রায়হান খন্দকার, সাবেক সভাপতি আলতাউর রহমান রুনু, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, বিশিষ্ট ব্যবসায়ী ডি.এম ফয়সাল আহমদ, সিবিএ’র কার্যকরী সভাপতি এ. মালেক চৌধুরী, সহ সভাপতি নুরুল ইসলাম জুয়েল, সাবেক নেতা মোস্তফা চৌধুরী, বিভাগীয় প্রধান আব্দুল বারিক, আব্দুল হান্নান, জনি, রানা, বাবুল প্রমুখ।

ইফতার মাহফিল দোয়া পরিচালনা করেন সারকারখানা জামে মসজিদের মাওলানা নাছির উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.