Sylhet Today 24 PRINT

বোমা হামলায় নিহত অপুর বাসায় জাকির হোসাইন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৭

দক্ষিণ সুরমার শিববাড়ীতে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় নিহত সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম অপুর পরিবারকে শান্ত ও সমবেদনা জানাতে গত মঙ্গলবার রাতে নগরীর ২৬নং ওয়ার্ডের চাঁদনীঘাটস্থ বাসভবনে যান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগ এবং সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সর্বস্তরের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।

এস.এম জাকির হোসাইন নিহত অপুর মাকে শান্তনা দিয়ে বলেন, আমি আপনার আরেক সন্তান। যত দিন বেঁচে থাকবো অপুর অভাব পূরণে আপনার ও বোনদের খোঁজখবর নিবো ইনশাআল্লাহ। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সন্ত্রাস ও জঙ্গবাদী দেশ ও জাতির শত্রু। জঙ্গিবাদের বিরুদ্ধে দল মতের উর্ধ্বে উঠে দেশ স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে। তবেই দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবে। জাকির নিহত অপুর মা ও বোনদের বস্ত্র প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.