Sylhet Today 24 PRINT

‘শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও শিক্ষার্থীর উপর নজর রাখতে হবে’

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০১৭

সিলেট সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। নবীন বরণ শেষে দিনব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (১২ জুলাই) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নাদিয়া আক্তার চৌধুরী ও ইংরেজি প্রভাষক ফাতেমা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেন্ট্রাল কলেজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, সাবেক ব্যাংকার ও ক্রীড়া লেখক সমিতির প্রতিষ্ঠাতা আলী আশরাফ চৌধুরী খালেদ, ভাইস চেয়ারম্যান আক্কাছ আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের কো-অর্ডিনেটর প্রভাষক মো. জাহিদ হোসেন।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান শাকিল, ট্রেজারার শাহ রুম্মানুল হক, প্রভাষক মুর্শেদ আলম, গভর্নিং বডির সদস্য মিয়া মোহাম্মদ সোহেল, মইনুল হক শাওন, ফয়জুল আলম, ইংরেজি প্রভাষক কে.বি এম মাসুদ রানা, ২য় বর্ষের ছাত্র মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ২য় বর্ষের শিক্ষার্থী সাহিদা পান্না, ওয়ালিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও এদিকে খেয়াল রেখে তাদেরকে শিক্ষার দিকে ঝুঁকে রাখতে হবে। সারাদিন মোবাইল কিংবা মাদকাসক্ত হলে তারা অকালে ঝরে পড়বে। তাই তাদেরকে এর কুফল সম্পর্কে জানিয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণমূলক শিক্ষা দিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.