Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেল কলেজকে দালালমুক্ত করার দাবিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৭

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাকে দালালমুক্ত ও প্রতারণার ফাঁদ থেকে রক্ষার দাবিতে সিলেট মহানগরীর ১০, ১১ ও ১২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) নবাব রোড এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুমিনুর রশীদ সুজনের সভাপতিত্বে ও সহ পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল সাত্তার সাদিকের পরিচালনায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সদস্য আব্দুল মোনাম, খালেদ ইবনে আজিজ, এম এ সালাম, লিমন আহমদ, খালেদ খান, ইমরান খান, এলাকাবাসীর পক্ষে শাহীন আহমদ, ফখর উদ্দিন মাহমুদ, সজল দে, বিশিষ্ট মুরব্বী আলাউদ্দিন, আব্দুল আহাদ, এনাম আহমদ, আব্দুস সামাদ, খোকন আহমদ, আহমেদ হোসেন মুন্না, তাল হাবীন রানা, কামরান আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টুটুল আহমেদ, শেখ নয়ন, সুভাশ দাস, আহবাব, জুয়েল, অপু, শামীম, দিপু আহমদ, ইমন আহমদ, মাহী আহমদ, জাকারিয়া, জাবেদ, সজিব, রনী আহমদ প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠান। এ সেবামূলক প্রতিষ্ঠানে বিভিন্ন দূর-দূরান্ত গ্রামাঞ্চল থেকে রোগীরা অনেক কষ্ট করে আসেন সেবা নিতে। কেউ কেউ আসেন গরু-ছাগল, জমি-জমা বিক্রি করে। কিন্তু ওসমানী মেডিকেলে আসামাত্র দালালদের খপ্পরে পড়ে টাকা-পয়সা করি খোয়াতে হয় তাদের। কিন্তু দু:খের বিষয় মেডিকেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব বিষয়ে জানার পরও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। যার কারণ গ্রামাঞ্চল থেকে আসা মানুষগুলো অনেক কষ্টে তাদের দিনযাপন করতে হয়। তাই মেডিকেলের কর্তৃপক্ষের কাছে দাবি যদি তাদের পক্ষ থেকে কোন ধরনের সুব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আমরা স্বেচ্ছাসেবক লীগ তাদেরকে সহযোগিতা করে দালালমুক্ত ওসমানী মেডিকেল করে তুলবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.