Sylhet Today 24 PRINT

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, সিলেট শাখার উদ্যোগে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক |  ২১ জুলাই, ২০১৭

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, সিলেট শাখার উদ্যোগে ওসমানীনগর উপজেলার বন্যা দুর্গত নারী ও পুরুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ওসমানীনগর উপজেলার খসরুপুর ও সাদিপুরে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, সিলেট শাখার উদ্যোগে নিজ তহবিল হইতে এ অর্থ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কালে ওসমানী নগর উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, সিলেট শাখার সভাপতি ময়নুল হক চৌধুরী, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, সিলেট শাখার সম্পাদক এ টি এম মোশাহিদ উদ্দিন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, সিলেট শাখার  পরিচালক মোঃ আব্দুল করিম বড় ভুইঞা, মোঃ মুবিন আহমদ, মোঃ আফছারুজ্জামান, সমাজ সেবক মোঃ নিজাম উদ্দিন সিদ্দিকী, আব্দুর রব আল মামুন, শেখ শফিক উদ্দিন আহমদ, মোস্তফা,  কয়েছ,  এমজাদ  প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.