Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির ৫২তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক |  ২১ জুলাই, ২০১৭

লিডিং ইউনিভার্সিটির সিন্ডিকেটের ৫২তম একাডেমিক কাউন্সিল সভা শুক্রবার ২১ জুলাই-২০১৭ বিকাল ০৩টায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হান্নান, সিন্ডিকেট মনোনীত সদস্য সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এ.এন.এম মেশকাত উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. নজরুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও রেজিস্ট্রর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস. এম. আলী আক্কাস, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডীন অধ্যাপক ড. গাজী আবদুলল্লাহ হেল বাকী, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো: আবুল কালাম চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. জহুরুল আলম, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান (ইনচার্জ) রুম্পা শারমীন, সি.এস.সি. বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: আসাদুজ্জামান খান, আর্কিটেক্চার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: শওকত জাহান চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান আবুল আবরার মাশরুর আহমেদ, আইন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: আব্দুল মোসাব্বির চৌধুরী রনি, পাবলিক হেল্থ বিভাগের বিভাগীয় প্রধান (ইনচার্জ) কেএমএ শফিক, ইইই বিভাগের বিভাগীয় প্রধান (ইনচার্জ) মৃণাল কান্তি ধর, আইকিউএসি এর পরিচালক মো: রেজাউল করিম এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ইনচার্জ) ইঞ্জিনিয়ার মো: লুৎফর রহমান। সভায় ফল-২০১৬ ও স্প্রীং-২০১৭ সেমিস্টারের উত্তির্ণ শিক্ষার্থীদের ফলাফল অনুমোদন, মর্ডান এবং ইন্ডিজেনিয়াস লেংগুয়েজ সেন্টারের খসড়া প্রস্তাব উপস্থাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কিউএ প্রেক্টিসেস ও কিউইউএর নির্দেশনাসহ গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.