Sylhet Today 24 PRINT

অনি’র স্মরণে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে শোকসভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৭

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিবিএ, ২য় সেমিস্টারের মেধাবী ছাত্র মির্জা আহমেদ জাকি অনির আকস্মিক মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমদ, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, অনির সহপাঠীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ শোকসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড.তোফায়েল আহমদ ও রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সবাই অনির এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তাঁরা মহান আল্লহপাকের নিকট এই দোয়া প্রার্থনা করেন যেন তিনি অনির পিতা মাতা ও তার আত্মীয়স্বজনকে এই শোক বহনের ধৈর্য ও তওফিক দেন। পরিশেষে অনির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.