Sylhet Today 24 PRINT

আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের মাদক বিরোধী র‌্যালী ও সভা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৭

বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে জঙ্গিবাদ ও মাদক বিরোধী সচেতনতামূলক যুব র‌্যালী বের করা হয়।

র‌্যালী পরবর্তী আলোচনা সভা শুক্রবার (২৮ জুলাই) বিকেলে নগরীর দক্ষিণ সুরমার স্টেশন রোডস্থ এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিলেট জেলা সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা শাখার সেক্রেটারী মো. শহিদ আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। তিনি বলেন, সুখী সমৃদ্ধ দেশ গঠনে যুবকদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের পদ সৃষ্টি করতে পারলেই মাদকতা হ্রাস পাবে। জঙ্গি ও মাদক নির্মূলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং সমাজের অভিভাবকদের সচেতন হতে হবে।

প্রধান বক্তার বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানার ওসি শাহ মোঃ হারুন অর রশীদ, দি নিউ নেশন সিলেট প্রতিনিধি এস এ শফি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সাহেদ আহমদ, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাধারণ সম্পাদক বদরুল আহমদ বুলবুল, জেলা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের জেলা সেক্রেটারী আশফাক উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক বিপ্রদাস বিক্রম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ সভাপতি সদরুল ইসলাম, সহ সভাপতি মির মতিউর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন উপজেলা সভাপতি শামীম আহমদ। উপস্থিত ছিলেন মুজাম্মিল আহমদ, শওকত চন্দ্র হৃদয়, রাকিব আহমদ, এমরান আহমদ, লিটু আহমদ, শাহাব উদ্দিন আহমদ, শাকিব আহমদ, আব্দুল্লাহ মুনিম প্রমুখ। শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন আবু সুফিয়ান। আলোচনা পূর্বে মাদক বিরোধী র‌্যালী নগরীর দক্ষিণ সুরমার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.