Sylhet Today 24 PRINT

নয় দফা দাবিতে বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৭

চা জনগোষ্ঠীর বিভিন্ন বঞ্চনার প্রতিবাদ ও অধিকার নিশ্চিতকরণের দাবিতে বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের উদ্যোগে শুক্রবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।

ঢাবি ছাত্র সুজিত পালের সঞ্চালনায় ও অনন্ত কৈরীর সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতা শিপন বারাইক রাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র কৃষ্ণ রাজভর কিরণ, ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্র আকাশ নুনিয়া, জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের ক্রীড়া সম্পাদক মিখা পিরেগু প্রমুখ।

বক্তারা অবিলম্বে চা জনোগোষ্টীর জীবন মান উন্নয়নের উপর জোর দেন বলেন, ১৫ লক্ষ চা জনগোষ্ঠীকে বাইরে রেখে কখনই ভিশন ২০২১ বাস্তবায়ন সম্ভব নয়।

২০১৭ সালে এসেও দৈনিক ৮৫ টাকা মজুরীতে একজন চা শ্রমিকের অমানুষিক পরিশ্রম নিয়ে নিন্দা প্রকাশ করে সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চা বাগানের ছাত্রদের সংগঠন নয় দফা দাবি পেশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.