Sylhet Today 24 PRINT

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : নাসিম হোসাইন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ জুলাই, ২০১৭

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগরীর ২৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) রাতে নগরীর গোটাটিকরে ওয়ার্ড বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউর রহমান লয়লুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, আইন বিষয়ক সম্পাদক ও সিসিকের প্যানেল মেয়র এডভোকেট রুকসানা বেগম শাহনাজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক ইউনুস মিয়া, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সেলিম রানা, সহ সমাজ সেবা বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবের, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ্র, বিএনপি নেতা মোতাহের আলী মাখন, নাজিম উদ্দিন, জুয়েল আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল জলিল, লুৎফুর রহমান, জুম্মান আহমদ, আব্দুল কাদির, সালাহ উদ্দিন রিমন, জেলা ছাত্রদলের সহ সভাপতি নজরুল ইসলাম, ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মঈন খান, যুগ্ম আহবায়ক লিমন আহমদ, রফিক আহমদ, ছাত্রদল নেতা রিংকু আচার্য, নাকিব খান, শফি উদ্দিন, মাছুম আহমদ, হাসান আহমদ, খসরু আহমদ, এমদাদ আহমদ, আরিফ, লিপু, মিনহাজ, রবিন, নিপু, মেহেদি, অপু, সায়েক, স্বপন, সুমিত প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, দেশ আজ গণতন্ত্র নেই। দেশ মাটি ও মানুষের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ছাত্রদলই বিএনপির প্রাণ। সদস্য সংগ্রহ করতে ছাত্রদলকে ঘরে ঘরে গিয়ে সদস্য সংগ্রহ করে কার্যক্রমকে সফল করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.