সিলেটটুডে ডেস্ক | ০৬ আগস্ট, ২০১৭
নৌবাহিনীর সাবেক প্রধান ও সাবেক যোগাযোগ ও কৃষি মন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার বাদ আছর হযরত শাহজালাল রহ. মাজারে মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে শিরণী বিতরণের আয়োজন করা হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেন মরহুমের ভাতিজা বাবর আলী খান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির সহ সভাপতি এড. আশিক উদ্দিন, মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির সহ সভাপতি শেখ মকন মিয়া চেয়ারম্যান, মহানগর বিএনপির সহ সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির উপদেষ্টা আমিরুজ্জামান চৌধুরী দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব বখত চৌধুরী ফয়ছল, এমদাদ হোসেন চৌধুরী, মঈনুদ্দিন সুহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, শামীম আহমদ, মহানগর বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফজাল উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা ছাত্রদলের সভাপতি এড. সাঈদ আহমদ, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা পল্টন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসনে, নজরুল ইসলাম, জেলা যুবদলের প্রচার সম্পাদক আলী আহমদ হিরা, আলা উদ্দিন আলাই, সালা উদ্দিন রিমন, জেলা ছাত্রদলের সহ সভাপতি লিটন আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নেছার, নাজমূল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আব্দুর রকিব চৌধুরী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সিহাব আহমদ, সাবেক ছাত্রনেতা আবুল ফয়েজ খান কামাল, এড. রেজওয়ান আহমদ, আব্দুল কাহার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুম, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামসুল ইসলাম, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি একে সজীব, রাজ্জাক খান রাজ, জেলা যুবদল নেতা সামসুল ইসলাম টিটু, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তামিমূল ইসলাম তামিম, এস কে শাহীন, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, মাহবুব চৌধুরী, জুয়েল আহমদ, এমসি কলেজ ছাত্রদল নেতা জুবের আহমদ, এস এম ফখরুল ইসলাম, শেখ সামসুদ্দিন শামসু, এস কে শাহীন, আতিকুল ইসলাম নাঈম, সৈয়দ মিনহাজ, জুনায়েদ আহমদ, এম এম শামীম, কাওছার আহমদ নামর, মিসবাহ উদ্দিন, নুরুল ইসলাম সুজন, তাজুল ইসলাম তাজুল প্রমুখ।
এছাড়াও মরহুমের গ্রামের বাড়ি বিরাহিমপুরে বাদ যোহর ও হযরত শাহ পরাণ রহ. মাজারে বাদ আছর মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ করা হয়।