সংবাদ বিজ্ঞপ্তি | ০৮ আগস্ট, ২০১৭
সিলেটে জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ইনোভেটর’র এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব। এতে ইনোভেটরের নতুন কমিটিসহ সার্বিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়।
আলোচনা শেষে জান্নাতুল ফেরদৌস তারিনকে প্রধান সমন্বয়কারী এবং ফারহানা আহমেদ সুহা ও আশরাফুল ইসলাম অনিকে সমন্বয়কারী করে ইনোভেটরের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইনোভেটরের ফেলো প্রভাষক সুমন রায়, মীর মিশকাত জাহান মৌ, শাহরিয়ার রাহি প্রমুখ।