সংবাদ বিজ্ঞপ্তি | ১২ আগস্ট, ২০১৭
সিলেট মহানগরীর সাগরদিঘীরপাড়স্থ চারুমেলা আর্ট স্কুলের উদ্যোগে দিনব্যাপী চিত্রাঙ্কন কর্মশালা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) সকালে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অংকন ও চিত্রায়ন বিভাগের প্রভাষক চিত্রশিল্পী কামাল উদ্দিন।
স্কুল ক্যাম্পাসে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক দিপন দেব।
স্কুলের শিক্ষক মৌমিতা দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন সিলেট-ওজাস’র কার্যকরি পরিষদের সদস্য খছরুজ্জামান পারভেজ, স্কুলের শিক্ষক তুহিন আহমেদ, রত্না আক্তার, ফাহমিদা আক্তার লিমা, গাজী আয়শা, আঁখি দেব, অনন্যা বেগম, প্রিতি প্রভা দে প্রমুখ।
কর্মশালায় ১৫০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।