Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি  |  ১৫ আগস্ট, ২০১৭

সিলেটের ফেঞ্চুগঞ্জে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছে ঢাকাস্থ ভ্রমণ ও সামাজিক সংগঠন দে-ছুট ভ্রমণ সংঘ। সোমবার (১৪ আগস্ট) উপজেলার পিটাইটিকর ছত্তিশ, গুচ্ছগ্রাম, মানিককোণা, পশ্চিম মল্লিকপুর, কুতুবপুর গ্রামের বন্যাদুর্গত ১০০ পরিবারের মাঝে এ ত্রাণ দেয়া হয়।

দে-ছুট ভ্রমণ সংঘ ও ফেইসবুক গ্রুপের অর্থায়নে এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দে-ছুট ভ্রমণ সংঘের মো. জসিম উদ্দিন, খন্দকার মুস্তাক, এমএ কালাম, মুহাম্মদ মুজাহিদ, সালমান পাপন, মুহাম্মদ মুমিনুল হক, মুহাম্মদ ফাহিম হোসাইনের সার্বিক সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বন্যাদুর্গত ১০০ পরিবার পেয়েছে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ কেজি লবণ।

দুপুরে পিটাইটিকর ও মল্লিকপুরে ত্রাণ বিতরণের পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দে-ছুট ভ্রমণ সংঘের চিফ অর্গানাইজার মো. জাভেদ হাকিম।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সিলেটভিউ টুয়েন্টিফোর ডট কম এর ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অতিথি ছিলেন দে-ছুট ভ্রমণ সংঘের এডভাইস অর্গানাইজার জহিরুল ইসলাম উজ্জ্বল, পেইজ এডিটর মো: রনি মৃধা, তথ্য সম্পাদক আরাফাত রহমান, গবেষণা সম্পাদ মো. কাইয়ুম হোসেন, নির্বাহী সদস্য মো. বেলাল আহমেদ, দৈনিক ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, সিলেটভিউ টুয়েন্টিফোর ডট কমের বড়লেখা প্রতিনিধি এ,জে লাভলু, ছাত্রনেতা আলতাফ হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.