Sylhet Today 24 PRINT

সিকৃবিতে গবেষণার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ আগস্ট, ২০১৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে রোববার (২০ আগস্ট) দিনব্যাপী গবেষণা পদ্ধতি এবং বৈজ্ঞানিক প্রতিবেদন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম শাহি আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

প্রধান অতিথির বক্তৃতায় ভিসি আলম বলেন গবেষণার মাধ্যমে আমাদের আত্ম-সামাজিক উন্নয়ন করে অর্থনৈতিক পরিবর্তন সম্ভব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, শিক্ষকমন্ডলী ও বিভিন্ন দপ্তর প্রধানগন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.