Sylhet Today 24 PRINT

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আয়মন’ র নির্মাতা মনির দাদা ছাহেব ফলকের জন্য মনোনীত

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৭

চলচ্চিত্র ও ডকুমেন্টারি ফিল্ম নির্মাতা রহমান মনি তার এগারতম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আয়মন’  দিয়ে ভারতের দাদা ছাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ’১৭ থেকে অফিসিয়াল সিলেকশন লাভ করেছেন।

রহমান মনি রচিত ও পরিচালিত ‘আয়মন’ চলচ্চিত্রে অভিনয় করেন সামাইয়া সাইদা স্মিতা, শামীম আহমদ শাম্মু, সিমলা ও মাহবুব চৌধুরী।

প্রসঙ্গত, দাদা ছাহেব ফালকে, যাকে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের পিতা বলা হয়। প্রতি বছর ৩০শে এপ্রিল তার জন্মদিন উপলক্ষে মুম্বাই, দিল্লী সহ বিভিন্ন শহরে ঝাঁকজমক পূর্ণভাবে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার নির্মাতাদের।

এ প্রসঙ্গে রহমান মনি জানান, আমার বিশ্বাস হচ্ছে না এত বড় পুরস্কার আমরা পেয়ে যাব। আমার সাথে যারা কাজ করেছেন তাদের সম্মিলিত প্রচেষ্টা ও সকলের দোয়াই আমাদের এই সফলতা।

প্রতিযোগিতা শেষে এটি প্রদর্শনের জন্য বিশেষ প্রদর্শনীয় ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য রহমান মনি এ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পঁচিশটিরও অধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। শুধুমাত্র তাঁর কাজ নিয়েই একটি একক ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজনের কাজ চলছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.