Sylhet Today 24 PRINT

মণিপুরি সংস্কৃতি ও রাসলীলা ওপর গবেষণা: জ্যোতি সিনহার এমফিল ডিগ্রি অর্জন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৭

প্রত্নতত্ত্ব বিষয়ের গবেষক জ্যোতি সিনহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মণিপুরি সংস্কৃতি ও রাসলীলার ওপর গবেষণা করে এমফিল ডিগ্রি অর্জন করেছেন।

তিনি মঞ্চের অভিনয়শিল্পী এবং মণিপুরি থিয়েটারের সাধারণ সম্পাদক।

জানা যায়, ২০১১-১২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে ‘মণিপুরি সংস্কৃতি ও রাসলীলা: একটি সমাজতাত্ত্বিক পাঠ’ শিরোনামের গবেষণাকর্ম শুরু করেন তিনি। এর তত্ত্বাবধায়ক ছিলেন উক্ত বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান খান এবং যুগ্ম তত্ত্বাবধায়ক ড. অসিত বরণ পাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.