Sylhet Today 24 PRINT

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে গোলাপগঞ্জে সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৭

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার ভাদেশ্বর মোকামবাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক মনোহর রায়ের সঞ্চালনায় ও মফাজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বাবুল মিয়া পাঠানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক  জ্যোতিষ মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মতিন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ছয়েফ উদ্দিন, মো. ছাদেক মিয়া, মো. শাহীন রেজা, আতিকুর রহমান ইমাম, সত্যজিত কির্তুনীয়া, সন্দীপ কুমার চন্দ তালুকদার, রফিকুল ইসলাম ও মাহবুবুর রহমান প্রমুখ। সভায় গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে ছয়েফ উদ্দিনকে সমন্বয়ক করে এবং মিছবাহ উদ্দিন, রফিক উদ্দিন, কাজল দাস, বিপ্লব দাসকে যুগ্ম সমন্বয়ক করে ১১ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.