Sylhet Today 24 PRINT

বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম জকিগঞ্জের কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ সেপ্টেম্বর, ২০১৭

সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গঠিত বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম,জকিগঞ্জ উপজেলা শাখা, সিলেটের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জকিগঞ্জ গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক দিলাল আহমদের সভাপতিত্বে প্রভাষক মুনশি আলিমের উপস্থাপনায় জকিগঞ্জ গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা বেসরকারি শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক সাজু সরকার।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে গুরুসদয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিবেক বিহারী বিশ্বাসকে সভাপতি, জহির উদ্দিন, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক আহমদ হোসেন, মাসুক আহমদ,আব্দুল কুদ্দুসকে সহসভাপতি,  জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রভাষক মো. মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক, প্রভাষক শাহনেওয়াজ চৌধুরী, আবু হানিফ ও উজ্জ্বল কুমার রায়কে যুগ্ম সাধারণ সম্পাদক, ইছামতি ডিগ্রী কলেজের প্রভাষক মুনশি আলিমকে সাংগঠনিক সম্পাদক, ইমাদ উদ্দিন, সুশীল কান্ত রায়, আব্দুল বাসিতকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক, বিপ্লব কুমার সরকারকে অর্থ সম্পাদক, জিল্লুর রহমানকে প্রচার সম্পাদক, প্রভাষক মনোয়ার হোসেনকে প্রকাশনা সম্পাদক, কামাল হোসেনকে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কৃষ্ণা রাণী করকে মহিলা বিষয়ক সম্পাদক, মো. কিবরিয়াকে শিক্ষা বিষয়ক সম্পাদক, প্রভাষক মনসুর আহমদকে ধর্ম বিষয়ক সম্পাদক, মো. আলাউদ্দিন ও রবীন্দ্রনাথ বিশ্বাস যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক, স্বপন কুমার বিশ্বাসকে ক্রীড়া সম্পাদক, দেবতুল্য কুমার বর্মণকে সাংস্কৃতিক সম্পাদক, আব্দুর রহমানকে সমাজকল্যাণ সম্পাদক, বিবেক কুমার হালদারকে দপ্তর সম্পাদক, দিলাল আহমদ, মামুনুর রশিদ, প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক খালেদ মহিউদ্দিন আজাদ, প্রভাষক হারিস উদ্দিন, সহকারি অধ্যাপক আল মামুন, আব্দুর রহিম, মুসলেহ কাইয়ূম, আতাউর রহমান, তাপস কুমার, হাবিবুল্লাহ বাহার প্রমুখকে সদস্য করে ১০১ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

আগামী ২১ সেপ্টেম্বর ঢাকার মহাসমাবেশকে সফল করার আহবান জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.