Sylhet Today 24 PRINT

জনতা ব্যাংক সিলেটে ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেম বিষয়ক ৩টি কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৭

জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের এমআইএস ডিপার্টমেন্ট এর উদ্যোগে এবং সিলেট বিভাগীয় কার্যালয়ের সার্বিক সহযোগিতায় ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেম (ISS) এবং Ges Online Credit MIS (CL) বিষয়ক ১ দিনের পৃথক ৩টি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১৫ সেপ্টেম্বর হতে শুরু হওয়া এসব কর্মশালা আগামী ১৭ সেপ্টেম্বর রোববার পর্যন্ত চলবে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজূল ইসলাম।

জনতা ব্যাংক লিমিটেড সিলেট এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে  প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ঢাকাস্থ প্রধান কার্যালয়ের পিও এমআইএস ডিপার্টমেন্টে মো. বাহাউদ্দীন এসপিও, জহিরুল আলম।

কর্মশালায় জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন বিভিন্ন এরিয়া অফিস/ শাখার ৮৭ জন ব্যবস্থাপক/ কর্মকর্তা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মহাব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেম (ISS) এবং Ges Online Credit MIS (CL) এ সঠিকভাবে রিপোর্ট প্রস্তুত করার উপর গুরুত্বারোপ করেন এবং যথাসময়ে উক্ত রিপোর্ট প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.