Sylhet Today 24 PRINT

বাংলাদেশে পর্যটন শিল্প বিকাশের অফুরন্ত সম্ভাবনা রয়েছে: ড. মির শাহ আলম

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

বাংলাদেশ বেতারের সদর দপ্তরের বাণিজ্যিক কার্যক্রম পরিচালক ড. মির শাহ আলম বলেছেন, বাংলাদেশে পর্যটন শিল্প বিকাশের অফুরন্ত সম্ভাবনা রয়েছে। সে সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বিদেশ থেকে পর্যটকরা আমাদের দেশে আসবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীতে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন হোমলাইন সিলেটের চেয়ারম্যান রোটারিয়ান সৈয়দ শামিম আহমদ। হামিদা আক্তার ফাবিহার পরিচালনায় সেমিনারে  প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ড. মির শাহ আলম।

সিলেটের এমন অনেক পর্যটন এলাকা রয়েছে যেগুলো বিশ্বের অন্য কোন দেশে নেই। পর্যটন স্পটগুলোকে বাঁচিয়ে রাখতে সকলের সচেতন হওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরা ব্যাংক সিলেট শাখার সাবেক ব্যবস্থাপক তোফায়েল আহমদ চৌধুরী, জজ কোটের এপিপি এডভোকেট জসিম উদ্দিন, এপিপি এডভোকেট রাশিদা, অধ্যাপক কবি বাসিত ইবনে হাবিব।

স্বাগত বক্তব্য রাখেন আনিসুজ্জামান চৌধুরী। মুখ্য আলোচকের আলোচনা পেশ করেন গ্লোবাল ট্যুর এন্ড লজিস্টিক মোহাম্মদ খালেদ কাজিম-সিইও হোমলাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.