Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের মধ্যে ব্রিটিশ চ্যারিটি সংস্থার ত্রাণ সামগ্রী বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৭

কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ব্রিটিশ চ্যারিটি সংস্থা 'হোপ ফর দ্যা নিডি চ্যারিটি অর্গানাইজেশন ইউকে'। এ উপলক্ষে সংস্থার একটি প্রতিনিধি দল বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করে।

শুক্রবার (১৩ অক্টোবর) সংস্থার উদ্যোগে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের সদস্য রোটারিয়ান আলাল উদ্দিনের নেতৃত্বে ও চ্যারিটি সংস্থার ট্রাস্টি আব্দুর রহিমের সহযোগিতায় প্রথমে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প, পরে কুতুপালং ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গাদের দুর্ভোগের চিত্র স্বচক্ষে ঘুরে দেখে তাদের মধ্যে ১০ লাখ টাকার বিভিন্ন ত্রাণ সামগ্রী সহ নগদ অর্থ বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীতে চাল, ডাল, চিড়া, চিনি, চা পাতা, তেল ও সাবান প্রভৃতি ছিল। এতে মোট ১২ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্ট রোটারিয়ান নজরুল ইসলাম লিটন, রোটারিয়ান দেলওয়ার হোসেন, রোটারিয়ান রাজ কুমার রাজন, ব্যবসায়ী হাজী হেলাল উদ্দিন, ব্যবসায়ী ফয়জুর রহমান ও সমাজসেবী ফারুক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.