Sylhet Today 24 PRINT

নগরীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৭

'বেকার মুক্ত দেশ গড়ব, মাদক মুক্ত সমাজ গড়তে আমরা লড়ব। আমরা অপরাধ করবো না, অপরাধীকে আইনের হাতে তুলে দেব, নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াব' এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস পালন করল ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটি।

রোববার (১০ ডিসেম্বর) বিকালে সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এসএম নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এহসানুল কুদ্দুসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি জাবেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান ভূঁইয়া, সিলেট জেলা কমিটির সভাপতি খালেদ আহমদ, হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হাসান সুমন, সহ-সভাপতি জিলানী হোসেন অপু, অ্যাডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আলামিন, মো. বাবলু আহমদ, বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহীম, ইমন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.