Sylhet Today 24 PRINT

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবীতে হবিগঞ্জে মতবিনিময় অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ ডিসেম্বর, ২০১৭

বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবীতে সুধী সমাজের সঙ্গে মতবিনিময় করেছে অর্গ্যানিজেশন্ ফর দ্যা রেকগনিশন্ অফ বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ্ দ্যা ইউনাইডেট নেশন্স হবিগঞ্জ শাখা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব তফাজ্জল হোসেন চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা রফিক, বিশিষ্ট সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, অধ্যাপক মোঃ আবিদুর রহমান, তাহমিনা বেগম গিনি, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুল মুনিম চৌধুরী বুলবুল, হারুনুর রশিদ চৌধুরী ও চৌধুরী জান্নাত রাখী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারেক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর চার্টার প্রেসিডেন্ট এড. সৈয়দ জাদিল আহমেদ, সংস্কৃতিকর্মী তৌহিদুর রহমান রানা, তারণ্য সোসাইটির সভাপতি শেখ ওসমান গণি রুমি, দর্পণ এর সাধারণ সম্পাদক সি এম রায়হান উজ্জল, আব্দুল ওয়াদুদ শামীম, সংস্কৃতিকর্মী প্রিয়াংকা চক্রবর্তী পিংকি, আল-আমিন, আব্দুল্লাহ স্বাদ প্রমুখ। সভায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.