Sylhet Today 24 PRINT

কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ জানুয়ারী, ২০১৮

সিলেট নগরীর নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বছরের পাঠ্যপুস্তক উৎসব সম্পন্ন হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসব অনুষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খান এবং বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের ইনস্পেক্টর অব স্কুলস্ হ্যাপি বেগম।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট দেওয়ান গোলাম রব্বানী চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা কামরুন নাহার শফিক এবং আনোয়ার বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ।

এসময় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. সামসুল ইসলাম। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুমাইয়া বেগম ও গীতা পাঠ করেন সুরশ্রী দাস প্রান্তি, বাইবেল পাঠ করেন লরিন মার্সেলিন বিশ্বাস, ত্রিপিটক পাঠ করে পুষ্পিতা বড়ুয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য আহমেদ হান্নান, আব্দুল হান্নান খান আনোয়ার, মোঃ ফজজুল হক চৌধুরী, মোঃ মুর্শেদ, মিসেস নাজেহা পারভিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.