Sylhet Today 24 PRINT

দেশে যৌন হয়রানি বৃদ্ধি উদ্বেগজনক

যৌন হয়রানি নির্মুলকরণ নেটওয়ার্কের সভায় বক্তারা

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ জানুয়ারী, ২০১৮

ব্র্যাকের অনুপ্রেরণায় গঠিত যৌন হয়রানি নির্মুলকরণ নেটওয়ার্ক সিলেটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দেশে যৌন হয়রানি বৃদ্ধি উদ্বেগজনক। হয়রানি বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আর এজন্য প্রশাসনসহ সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক বিভিন্ন মাধ্যমে কাজ করে যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, প্রত্যেক পরিবার থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কার্যনির্বাহী সদস্য ও মহিলা আইনজীবী সমিতির সিলেটের বিভাগীয় প্রধান অ্যাডভোকেট সৈয়দা শিরিন আখতার, ব্র্যাক জেলা প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার, ব্যবস্থাপক মো. কায়েম উদ্দিন, যৌন হয়রানি নির্মুলকরণ নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক ইউসুফ আলী, নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য মো. শাহ আলম, নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য ও অধিকার সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক অ্যাডভোকেট মো. মুহিবুর রহমান, নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য ডা. এএএস শিহাব উদ্দিন, সদস্য শুভাশিষ দেব নাথ, মঙ্গল চন্দ্র দাস, দেবব্রত চক্রবর্তী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.