Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি  |  ০৬ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে পৌরসভা স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে উৎসবের উদ্বোধন হয়েছে। এসো মিলেমিশে এক হই নতুন আর পুরাতন উৎসবের এই শ্লোগানে মুখর বিদ্যালয়কে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

পুনর্মিলনী উৎসবের আহবায়ক প্রাক্তন ছাত্র আসিকুর রহমান মোসাররফ এর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র আবু সুফিয়ান এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ কামাল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ। দিনব্যাপী নানা ইভেন্টে প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবার অংশ গ্রহণ করে।

বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান।

বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকার সবচে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাক্ষেত্রে। আমরা প্রতিটিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন চাই। শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে আগামী দিনে প্রজ্ঞা সাহস মেধায় পৃথিবীর যেকোনো জায়গার সাথে সমান তালে চলতে পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন আশার সময় নিরাশার সময় নাই। যারা নিরাশার বাণী শোনায় তারা মূর্খের রাজ্যে বাস করছে। আমরা ষোল শতকে বাস করতে চাইনা আমরা একুশ শতকের প্রস্ফুটিত তথ্যপ্রযুক্তি ও জ্ঞানের আলোকে আরো বিকশিত হতে চাই। কিন্তু বিএনপি জামায়াত আমাদের ষোলো শতকে নিয়ে যেতে চায়।’

সরকার সিলেট বিভাগের চারটি জেলায় মেডিকেল কলেজ করার লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.