Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে হালির হাওর রক্ষা বাঁধের নির্মাণ কাজ শুরু

জামালগঞ্জ প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জামালগঞ্জে হালির হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক ভাবে পানি উন্নয়ন বোর্ডের এ বাঁধের কাজ উদ্বোধন করেন- কাবিকা স্কিম বাস্তবায়ন প্রকল্পের তদারকি ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান

বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে পানি উন্নয়ন বোর্ডের এ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- উপজেলা হাওর রক্ষা বাধ তদারকি, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও পানি উন্নয়ন বোর্ডের জামালগঞ্জের দায়িত্বরত শাখা কর্মকর্তা নিহার রঞ্জন দাস, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও প্রকল্প সভাপতি রজব আলী, সাবেক ইউপি সদস্য আ. বারিক, আ.লীগ নেতা ভজন তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গণমাধ্যম কর্মী অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকার, আকবর হোসেন, হাবিবুর রহমান, আখতারুজ্জামান তালুকদার, জিয়াউর রহমান, পিআইসি কমিটির সদস্য সচিব জামাল হোসেন, আশরাফুল ইসলাম, মরম আলী, অলেক মিয়া, দারোগ আলী, ইউপি সদস্য মোজাফর হোসেন, স্থানীয় বাসিন্দা আব্দুল মতলিব, আবু হানিফা, আ. মনাফ, দেলোয়ার হোসেন, করম আলী প্রমুখ।

এদিকে, জামালগঞ্জে হাওর রক্ষা বাধ মেরামত, নদী খাল পুন:খননের জন্য গঠিত স্কিম বাস্তবায়ন করার লক্ষে পিআইসি সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কাবিকা স্কিম বাস্তবায়ন প্রকল্পের তদারকি ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান।

উপজেলা হাওর রক্ষা বাধ তদারকি, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও পানি উন্নয়ন বোর্ডের জামালগঞ্জের দায়িত্বরত শাখা কর্মকর্তা নিহার রঞ্জন দাসের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়াসহ উপজেলার বিভিন্ন হাওরের পিআইসির সভাপতি ও সদস্য সচিবগন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.