Sylhet Today 24 PRINT

সিলেটে বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১১ জানুয়ারী, ২০১৮

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধানে ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ যুব গেমস্-২০১৮ কাবাডি (তরুণ ও তরুণী) ডিসিপ্লিনের উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জেলা স্টেডিয়ামে সিলেট বিভাগের চারটি জেলা ক্রীড়া সংস্থার অংশগ্রহণে উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব গেমস-২০১৮ এর স্টিয়ারিং কমিটির সদস্যসচিব আশিকুর রহমান মিকু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ যুব গেমস-২০১৮ এর সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্যসচিব শফিউল আলম চৌধুরী নাদেল।

সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সচিব বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, বিভাগীয় ক্রীড়া সংস্থা সিলেটের কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি ও কোষাধ্যক্ষ মো. হুমায়ুন কবীর চৌধুরী শাহেদ, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, সমর চৌধুরী, দীপাল কুমার সিংহ, ফয়জুল ইসলাম আরিজ প্রমুখ।
 
নক আউট পদ্ধতিতে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামে অনুষ্টিত বৃহস্পতিবারে খেলায় কাবাডি (তরুণ) খেলায় মৌলভীবাজার জেলা কাবাডি দল ২০-১৮ পয়েন্টে সিলেট জেলা কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে কাবাডি (তরুণী) মৌলভীবাজার জেলা মহিলা কাবাডি দল ২২-০৯ পয়েন্টে সিলেট জেলা মহিলা কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.