Sylhet Today 24 PRINT

বরইকান্দি ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের ৬ টি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাদরাসা ও একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) ২০১৬-১৭ অর্থবছরের এলজিএসপি ৩-র অর্থায়নে শাহ চান্দে আলী (রহঃ) হাইস্কুল, চান্দাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, লাউয়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়, জালালীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাজী ইসমাইল আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মহালক্ষী সরকারী প্রাথমিক বিদ্যালয়, তালুকদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বরইকান্দি ফাজিল মাদরাসা, লাউয়াই আলিম মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।  

বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব অঞ্জলি দেব অলি এবং বাহার উদ্দিন বাহারের যৌথ পরিচালনায় স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, বরইকান্দি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দিপু চৌধুরী, ফকির পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী মো. ফরিদ মিয়া, সাবেক মেম্বার আতাউর রহমান, মুরব্বী হাজী মানিক মিয়া, হাজী মখলিছ মিয়া, আতাউর রহমান আফরোজ, শাহ ইকবাল হোসেন। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারি হাফিজ আলী আহমদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ৭নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম মাসুম, ২নং ওয়ার্ডের মেম্বার এহছানুল হক ছানু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী দাস, লাউয়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুখশানা বেগম, জালালীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সামিম আক্তার, হাজী ইসমাইল আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রহিমা আক্তার, মহালক্ষী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনার কলি চৌধুরী, তালুকদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছমা বেগম, ১নং ওয়ার্ডের মেম্বার আশিকুর রহমান আশিক, ৩নং ওয়ার্ডের মেম্বার শরীফ আহমদ, ৪নং ওয়ার্ডের মেম্বার এনাম উদ্দিন, ৫নং ওয়ার্ডের মেম্বার জাবেদ আহমদ, ৬নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ মুমিনুর রহমান সুমিত, ৮নং ওয়ার্ডের মেম্বার লয়লু মিয়া, ৯নং ওয়ার্ডের মেম্বার কামাল আহমদ, মহিলা মেম্বার মাহমুদা ইসলাম চৌধুরী, হুছনে আরা বেগম ও রাজিয়া বেগম প্রমুখ।  

প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, সরকার শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া বিগত কোন সরকারের সময় সম্ভব হয়নি। সম্ভব হয়েছে বর্তমান সরকারের আমলে। তিনি আরো বলেন সফল উন্নয়ন দেখতে হলে বরইকান্দি ইউনিয়নকে দেখতে হবে এবং সেখান থেকে সকল ইউনিয়নকে শিক্ষা নিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.