Sylhet Today 24 PRINT

সরকার শিক্ষা ক্ষেত্রে বেশি বরাদ্দ দিচ্ছে: আশফাক আহমদ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৮

সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন- সরকার শিক্ষা ক্ষেত্রে সব চেয়ে বেশি বরাদ্দ দিচ্ছে। কারণ জাতি যত শিক্ষিত হবে দেশ তত উন্নত হবে। শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার মান যত বৃদ্ধি পাবে সরকারিকরণের ক্ষেত্রে সুবিধা হবে।

রোববার (২৮ জানুয়ারি) সকালে বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের ৩য় তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসসব কথা বলেন তিনি। সদর উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রায় লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ভবনটি।

আগামী ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেটে আগমন উপলক্ষে সরকারী আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় সকলকে উপস্থিত থাকার আহবান জানান আশফাক আহমদ।  

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মো. কয়ছর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, কলেজের অধ্যক্ষ প্রভু রঞ্জন সরকার।

উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য নূরুল ইসলাম, ইলিয়াছুর রহমান, আহমদ আলী, আব্দুল গফফার, ইউ/পি সদস্য শাহ নুর আলম, মুক্তিযোদ্ধা আব্দুন নূর, আমির আলী পিটিএ কমিটির সভাপতি মনির উদ্দিন, সদস্য হাসিনা আক্তার, আব্দুল খালিক, আজিজুর রহমান, আব্দুল মন্নান, কয়েস আহমদ, উবায়দুল কাদির, আব্দুল করিম বাইচ্চু।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক দিপন কুমার তালুকদার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অষ্টম ছাত্র আবুল কাশেম কামরান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্র আল আমিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.