Sylhet Today 24 PRINT

সিলেট উইমেন চেম্বার অব কমার্সের শীতবস্ত্র বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বাগবাড়িস্থ সমাজসেবা অধিদপ্তরে প্রায় দুই শতাধিক গরীব ও অসহায় শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও পরিচালক রানী মাধব সিনহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম।

এসময় শহিদুল ইসলাম বলেন, শিশু পরিবারের নিবাসীরা লেখাপড়া করে ভাল অবস্থায় যাচ্ছে। এসব শিশুদের উন্নয়নে ও তাদের সহযোগিতায় বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি তাদের এ সহযোগিতায় একদিন এ শিশুরাও দেশ গড়ার কাজে লাগবে। সব শিশুদেরকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে তথ্য ও প্রযুক্তির জ্ঞান আহরণ করার আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসিন আহমদ।

এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সামসুন নাহার, রাবেয়া আক্তার, রুবা খানম, বিউটি বর্মণ, সদস্য নাসরিন, নিপা দাস, আসমাউল হাসনা খান, জয়তী দত্ত, রাশেদুল ইসলাম শাওন প্রমুখ।

অনুষ্ঠান শেষে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি শিশুদের কম্পিউটার শিক্ষা দিতে উপযুক্ত সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.