Sylhet Today 24 PRINT

শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় সয়াল শাহ ও শাহ আব্দুল করিমের ভক্তবৃন্দের উদ্যোগে এক  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং কেক কেটে জন্মদিনের সূচনা করা হয়।

বাউল শিল্পী সয়াল শাহ’র সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগরের সভাপতি আমন জামাল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি বাংলা বিভাগের চেয়ারম্যান সুরকার গীতিকার ড. শরদিন্দু ভট্টাচার্য।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেটের উপপরিচালক আব্দুল্লাহ মো. তারিক। বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শ্যামল রায়, কমার্স কলেজ সিলেটের অধ্যক্ষ মোস্তাক আহমদ দ্বীন, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সভাপতি আবুল হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান পরিবেশন করেন শিল্পী কানাই লাল সরকার, বাবুল সরকার, ফারুক মিয়া, কবির উদ্দিন, রহিম দেওয়ান, চান মিয়া, আরব আলী, মিলন আহমদ, জায়েদ হাসান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.