Sylhet Today 24 PRINT

লন্ডনে একুশের প্রভাতফেরি

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

লন্ডনে একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদের উদ্যোগে একুশের সকালে আলতাব আলী পার্কের শহিদ মিনারে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছে।

এ প্রভাতফেরিতে লন্ডনের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

২১ ফেব্রুয়ারি (বুধবার) সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া প্রভাতফেরি আলতাব আলী পার্কের চারদিক ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর আয়োজন পরিষদের পক্ষ থেকে মহান ভাষা শহিদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

প্রভাতফেরি শেষে আয়োজন পরিষদের সদস্য সচিব ইফতেখারুল হক পপলুর উপস্থাপনায় সংক্ষিপ্ত সভায় সমাপনী বক্তব্য দেন আয়োজন পরিষদের আহবায়ক আবু মুসা হাসান। সমাবেশ থেকে আয়োজন পরিষদের পরবর্তী কর্মসূচি আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় আলতাব আলি পার্কে শিশু কিশোর সমাবেশে শিশু কিশোরসহ সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

শিশু-কিশোর সমাবেশে বাঙালির মাতৃভাষা রক্ষার আন্দোলন এবং ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা হবে নতুন প্রজন্মসহ অন্যান্য ভাষাভাষীর মানুষের কাছে। পরিবেশন করা হবে অমর একুশের গান এবং দেশাত্মবোধক গান। এতে নেতৃত্ব দেবেন বিলেতের সুনামখ্যাত শিল্পী গৌরি চৌধুরী।

প্রভাতফেরিতে নেতৃস্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আবু মুসা হাসান, মোহাম্মদ আব্দুর রকিব, হারুনুর রশিদ, সত্যব্রত দাস স্বপন, নিসার আহমদ, আনসার আহমদ উল্লাহ, শাহিদ আলী, আ ক ম চুননু, নুরুল ইসলাম, সৈয়দ আনাস পাশা, জামাল খান, শাহরিয়ার বিন আলী, কাজী রোকসানা, আহাদ চৌধুরী বাবু, ইয়াসমিন মাহমুদ পলিন, স্মৃতি আজাদ, সায়েম চৌধুরী, জুয়েল রাজ, ইফতেখারুল হক পপলু, জেসমিন চৌধুরী, লিলি দত্ত, অসীম চক্রবর্তী, সাইফুল ইসলাম খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.