Sylhet Today 24 PRINT

কসমোপলিটন রোটারী ক্লাবের মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটনের উদ্যোগে মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর মদিনা মার্কেটস্থ সিলেট হোমস স্কুল এন্ড কলেজে এ সেমিনারের আয়োজন করা হয়।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মনজুর আহমদ খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী জেলা-৩২৮২ এর জেলা গভর্নর রোটারিয়ান প্রফেসর ড. তৈয়ব চৌধুরী। সেমিনারে কিনোট স্পীকারের বক্তব্য রাখেন পিডিজি রোটারিয়ান ডা. মনজুরুল হক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইপিডিজি রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী, ডিস্ট্রিক্ট ট্রেজারার রোটারিয়ান মনিরুজ্জামান, এসিস্ট্যান্ট সেক্রেটারি রোটারিয়ান সেলিম খান, পিপি রোটারিয়ান শামসুল হক দিপু, পিপি রোটারিয়ান ফেরদৌস আলম, ডা. মামুন পারভেজ, সিলেট হোমস স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আসাদুজ্জামান।

জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান ফাতেহা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান কপিল উদ্দিন বাবলু, রোটারিয়ান কামাল আহমদ, রোটারিয়ান ইফতিয়াক হোসেন মঞ্জু, রোটারিয়ান সাহেদ হোসাইন, রোটারিয়ান কামরুল ইসলাম, রোটারিয়ান মামুনুর রশীদ চৌধুরী, রোটারিয়ান বুরহান উদ্দিন, রোটারিয়ান জামাল উদ্দিন, রোটারিয়ান এডভোকেট আবু সাদেক লিপন, রোটারিয়ান আসিম আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.