Sylhet Today 24 PRINT

সামাজিক সংগঠন সম্মিলিত নাগরিক পরিষদের আত্মপ্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

‘সন্ত্রাস দুর্নীতি নিপাত যাক, উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাক’ শ্লোগান সামনে রেখে আত্মপ্রকাশ করলো বৃহত্তর সিলেটের সামাজিক সংগঠন সম্মিলিত নাগরিক পরিষদ, সিলেট (সনাপ)।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি যাদুশিল্পী মো. বেলাল উদ্দিন।

সনাপ’র সাধারণ সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট যুব সংগঠক মনোরঞ্জন তালুকদার, আবুল হোসেন বেলাল, জেলা বারের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট রাশিদা সাঈদা খানম, এস.এম. শওকত আমিন তৌহিদ, মোস্তাফিজুর রহমান পপু, লায়ন মিছবাহ উদ্দিন, অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান, আমিন আহমদ, কামরুজ্জামান, জাভেদ আহমদ, ছালেহ আহমদ, শাকিল আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সিলেটের বিভিন্ন দাবী-দাওয়া আদায়ে সামাজিক সংগঠনগুলোর বিশেষ অবদান রয়েছে। সামাজিক সংগঠনগুলো মিলে সিলেট শহরকে পরিচ্ছন্ন ও মডেল শহর হিসেবে গড়ে তোলতে পারে। বক্তারা সিলেটের বিভিন্ন দাবী দাওয়া আদায়ে সনাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.