Sylhet Today 24 PRINT

উইসিস পুরস্কার: বাংলাদেশের দুই প্রকল্পকে আমারএমপি’র অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলাদেশের দুই প্রকল্প উইসিস (WSIS) ২০১৮ পুরস্কারে দ্বিতীয় পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রীর দপ্তর এবং বাংলাদেশ পুলিশকে স্বেচ্ছাসেবী সংগঠন আমার এমপি অভিনন্দন জানিয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তরের ‘অ্যাক্সেস টু ইনফরমেশন’ (a2i) এর অধীনে ‘মুক্তপাঠ’ এবং বাংলাদেশ পুলিশের ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্প দুটি (WSIS) ২০১৮ পুরস্কারে দ্বিতীয় পর্বে চ্যাম্পিয়ন হয়েছে।

আমার এমপি’র চেয়ারম্যান প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত এক অভিনন্দন বার্তায় বলেন, “জাতিসংঘ কর্তৃক আয়োজিত উইসিস (WSIS) ২০১৮ পুরস্কারে দ্বিতীয় পর্বে বাংলাদেশ সরকারের এই দুটি প্রকল্প চ্যাম্পিয়ন হওয়ার আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে এটা প্রমাণ করলো আমার এই দুটি প্রকল্প টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জন করতে এক শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম।”

প্রকল্প দুটি চূড়ান্ত পর্বেও সাফল্য অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চূড়ান্ত পর্বে সফল প্রকল্পগুলোকে ১৯-২৩ মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য উইসিস ফোরাম ২০১৮ এ পুরস্কার দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.