Sylhet Today 24 PRINT

হাওররক্ষা বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন শনিবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ মার্চ, ২০১৮

পুরনো ছবি

হাওররক্ষা বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবিতে শনিবার সিলেটে মানববন্ধন কর্মসুচি পালন করবে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শনিবার বিকাল ৩ টায় এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু মানববন্ধনে সকলের উপস্থিতি কামনা করেছেন।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে সকল হাওর রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও সরকারী হিসাবেই উক্ত সময়ে মাত্র ৬৫ ভাগ বাঁধের কাজ শেষ হয়েছে। এবছর গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ অর্থ বরাদ্দ থাকলেও অনেক বাঁধেই নিয়ম ভঙ্গ করে বাঁধের কাছ থেকে মাটি উত্তোলন করে বাঁধের কাছেই গর্তের সৃষ্টি করা হয়। এসব অনিয়মের প্রতিবাদে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা গত একমাস ধরে বিভিন্ন হাওরে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিতায় সিলেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.