Sylhet Today 24 PRINT

‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক গবেষণার বিষয়’

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ মার্চ, ২০১৮

সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হৃদয়ে ৭১-এর উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হুসেন বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল মুক্তিযুদ্ধের চূড়ান্ত নির্দেশনা। এ ভাষণ আজ আন্তর্জাতিক পর্যায়ের গবেষণার বিষয়। পাশাপাশি ইউনেস্কোর স্বীকৃতি আমাদের সমগ্র জাতির জন্য গর্বের। তিনি বলেন, সমগ্র বিশ্বে সাড়া জাগানো এমন জ্বালাময়ী, তেজোদীপ্ত চূড়ান্ত প্রকাশ্য স্বাধীনতার ঘোষণা ২য় টি নেই।

শুক্রবার (৯ মার্চ) হৃদয়ে ৭১ এর ১০৮তম পাঠচক্রে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাঠচক্রে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল; সঞ্চালনা করেন আব্দুর রহমান।

ঐতিহাসিক ৭ মার্চের বহুমাত্রিক বিশ্লেষণ গ্রন্থ থেকে মামুন আহমদের কণ্ঠে পাঠ-কার্যক্রম পরিচালিত হয়।

পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাংবাদিক রুহুল ইসলাম মিটু, মহানগর শাখার সহ সভাপতি আশরাফ আলী মনি, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক শুভ, আইন বিষয়ক সম্পাদক ছাব্বির আহমদ তালুকদার, এম মাহমুদ আলী, কামরুল হুসেন আল আমিন, মুমিন হুসেন সাকিব, শাহিদুল বাশার, মো. আল-আমিন, রেদওয়ান আহমদ খান সাহেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.