Sylhet Today 24 PRINT

চেম্বার নেতৃবৃন্দের সাথে সিএনজি ফিলিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১১ মার্চ, ২০১৮

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওউনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় চেম্বার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাত কালে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওউনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগ সিএনজি ফিলিং স্টেশন মালিকদের কল্যাণে কাজ করে আসছে। ইতোমধ্যে এ সংগঠনের কার্যক্রম অনেকদূর বিস্তৃত হয়েছে। সংগঠনের নবনির্বাচিত কমিটি সিলেটের সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকদের স্বার্থ রক্ষায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবে।

সভায় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওউনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ সৌজন্য সাক্ষাৎ সভা আয়োজনের জন্য সিলেট চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে এ খাতের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি একনিষ্ঠভাবে সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সিলেট জেলার সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকদের বিভিন্ন সমস্যাবলী সমাধানে তিনি সিলেট চেম্বারের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি সিলেট পর্যটন নগরী হিসেবে পর্যটকদের সুবিধার্থে রমজান মাসসহ অন্যান্য সময়ে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যাপারে চেম্বারের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, আমিরুজ্জামান চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, হুমায়ুন আহমেদ, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওউনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগ শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সদস্য সাজওয়ান আহমেদ, ফয়েজ উদ্দিন আহমেদ, মো. ইউছুফ আলী, রিশাদ আজিম, আলী আফছার মো. ফাহিম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.