Sylhet Today 24 PRINT

ছাতকে কৃষি পুনর্বাসন কমিটির সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০১৮

ছাতকে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩মার্চ) উপজেলা নির্বাহী অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হক, কমিটির সদস্য, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মাসুদ আহদ, বিআরডিবি কর্মকর্তা মোশারফ কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা কৃষি কমিটির সদস্য আফতাব উদ্দিন প্রমুখ।

সভায় আগামী আঁইশ মৌসুমে স্থানীয় ৩শ’জন ক্ষুদ্র প্রান্তি কৃষককে জনপ্রতি ৫কেজি আউশ ধানের বীজ ও ৪০কেজি সার ও ব্যাংক একাউন্টের মাধ্যমে নগদ ৫শ’ টাকা প্রদানে সিদ্ধান্ত গৃহীত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.