Sylhet Today 24 PRINT

সিলেট অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে সেমিনার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৮

সিলেট অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার আঞ্চলিক এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মার্চ) সকাল ১১টায় মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
 
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে মালিক রুমাইয়ার পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের এডিশনাল এসপি মো. লুৎফুর রহমান, নাসিব সিলেটের সভাপতি মফিজুল ইসলাম লোপা, বাংলাদেশ ব্যাংক সিলেটের উপমহাব্যবস্থাপক শামীমা নার্গিস, এক্সিম ব্যাংক সিলেটের রিজিওনাল অফিসের এডিপি মো. হাবিবুর রহমান জালাল প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশন সিলেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. জিসান মাহমুদ। প্রবন্ধ পাঠ করেন বিসিকে’র উপমহাব্যবস্থাপক মুহসীন কবির খান।

সেমিনারের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শাহ আলম। গীতা পাঠ করেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী আশুতোষ চক্রবর্তী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.