Sylhet Today 24 PRINT

প্রফেসর মো. আব্দুল আজিজের নতুন বইয়ের পাঠউন্মোচন রোববার

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ মার্চ, ২০১৮

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি প্রফেসর মো. আব্দুল আজিজের নতুন বই ‘দায়বদ্ধ অর্থশাস্ত্রী : ড. আখলাকুর রহমান’ এর পাঠউন্মোচন আগামী রোববার (১৮ মার্চ)। এদিন সন্ধ্যে সাড়ে ৬টায় সিলেটের দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরকক্ষে প্রগতিশীল পাঠকসংঘ শৈলী এই পাঠউন্মোচন ও আলোচনা সভার আয়োজন করেছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন। আলোচক হিসাবে উপস্থিত থাকবেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জহির বিন আলম, দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান এএইচ মাহমুদ রাজা চৌধুরী, শৈলীর প্রধান উপদেষ্টা কবি ও গবেষক সৈয়দ মবনু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শৈলীর কেন্দ্রীয় সভাপতি ফিদা হাসান, মূল প্রবন্ধ পাঠ করবেন শৈলীর সহ সভাপতি সালেহ আহমদ সাদি। অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.