Sylhet Today 24 PRINT

ইউরোপীয় প্রতিনিধি দলের ইউরোক্রসের কারখানা পরিদর্শন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ মার্চ, ২০১৮

সিলেটে ইউরোক্রস ফ্রজেন ফুড লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলরদের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (১৩ মার্চ) সকালে তারা সিলেটের খাদিম নগরে ইউরোক্রাসের কারখানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ডেলিগেশন টু বাংলাদেশের চার্জ দ্যা এফেয়ার্স কনস্টানটিনস ভার্ডাকিস, জার্মান এম্বেসীর ডেপুটি হেড অব মিশন মাইকেল শুলতেইস, ই.ইউ ডেলিগেশন টু বাংলাদেশের ট্রেড এডভাইজার আবু সৈয়দ বেলাল। উপস্থিত ছিলেন কনস্টানটিনস ভার্ডাকিসের স্ত্রী  অ্যানা কনডোয়ান্নি।

কারখানায় প্রতিনিধি দলকে স্বাগত জানান,  ইউরোক্রস'র চেয়ারম্যান আব্দুল মুকিত চৌধুরী।

প্রতিনিধিদের সাথে বৈঠককালে ব্যবসা বিষয়ক বিষয়ক বিভিন্ন আলোচনার পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ ও স্থানীয় বিনিয়োগ, রপ্তানি ও আমদানি সমস্যা, কাঁচামালের সহ ইইউসহ ব্যবসা সম্প্রসারণের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.