Sylhet Today 24 PRINT

রোটারি ক্লাব অব সিলেটের উদ্যোগে বৃত্তি সনদপত্র প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ মার্চ, ২০১৮

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে শনিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টায় একটি রেস্টুরেন্টের হলরুমে ২২তম রোটারিয়ান কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষার সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়।

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সভাপতি অধ্যাপক ছাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট শহীদুল ইসলাম, বক্তব্য রাখেন রোটা. মুহিবুর রহমান, রোটা. সিদ্দিকুর রহমান, রোটা. আফসর উদ্দিন, রোটা. হুমায়ুন ইসলাম কামাল, রোটা. নজরুল ইসলাম, রোটা. আব্দুল খালিক, প্রিন্সিপাল শহীদুর রব, রোটা. সৈয়দ সুজাত আলী, রোটা. এম এ মুকিত, রোটা. শেখ ফরিদ আহমদ, রোটা. বিকাশ কান্তি দাস।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স্বরাজ বন্ধু দাস, আলী হোসেন, রুহুল আলম, এম এ রহিম প্রমুখ।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্কুল থেকে প্রায় ১৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং তাদের মধ্য থেকে ২০জন পরীক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।      

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.