Sylhet Today 24 PRINT

সিলেটে কনস্যুলার সেবা সপ্তাহ শুরু মঙ্গলবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ মার্চ, ২০১৮

জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা হতে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এই উত্তরণকে উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে দেশব্যাপী কনস্যুলার সেবা সপ্তাহ পালন করা হবে।

২০ মার্চ মঙ্গলবার থেকে ২৫ মার্চ শনিবার সপ্তাহব্যাপী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড কর্মসূচী পালন করবে। সারাদেশের মতো সিলেট ও সুনামগঞ্জে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে -

২০ মার্চ (মঙ্গলবার): জেলা জনশক্তি অফিসে বিদেশগামী কর্মীদের রেজিস্ট্রেশন, ফিঙ্গার প্রিন্ট প্রদান ও আর্থিক অনুদানের চেক বিতরণ।

২১ মার্চ (বুধবার): কর্মীদের অনলাইনে ভর্তি কার্যক্রম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নিরাপদ অভিবাসন সংক্রান্ত ভিডিও/নাটিকা প্রচার।

২২ মার্চ (বৃহস্পতিবার): শোভাযাত্রা, নিরাপদ অভিবাসন সংক্রান্ত লিফলেট/বুকলেট বিতরণ এবং আলোচনা সভা।

২৪ মার্চ (শনিবার): সফল পুরুষ ও নারী অভিবাসী কর্মীর সাক্ষাৎকার এবং ভিডিও চিত্র প্রচার ও শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ।

২৫ মার্চ (রোববার): দক্ষ জনশক্তি তৈরি বিষয়ে সেমিনার এবং সমাপনী অনুষ্ঠান।

সেবা সপ্তাহ সফল বাস্তবায়নের লক্ষে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুরে সেবা সপ্তাহের কার্যক্রম উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচীতে অংশ নিবেন। প্রোগ্রাম সফল করার জন্য সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.