Sylhet Today 24 PRINT

সিলেটে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বিভাগীয় সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০১৮

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মো. কামাল হোসেন বলেছেন, বাংলাদেশের শিক্ষক সমাজের আশা-আকাঙ্ক্ষা ও দাবি-দাওয়া পূরণ করতে সরকার চেষ্টা করে যাচ্ছে। আমিও আপনাদের আন্দোলনের সাথে একমত। আপনাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।

মঙ্গলবার (২০ মার্চ) সকাল ১১টায় সিলেট আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বঞ্চিত প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সার্বিক তত্ত্বাবধানে, সকল বিভাগে একযোগে জাতীয়করণ প্রক্রিয়াকে গতিশীল করার লক্ষ্যে সিলেট বিভাগীয় শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট বিভাগীয় কমিটির সহসভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলার সভাপতি শাহজাহান মিয়া এবং সিলেট বিভাগীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ফাহিমা আক্তারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহাদাত হোসেন, সিলেট জেলা শাখার সভাপতি মো. বোরহান উদ্দিন, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অনুপম কুমার সিংহ, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মহসিন উদ্দিন, সুনামগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন।

এতে বক্তব্য রাখেন আব্দুল বাছিত, মো. মদরীছ আলী, চন্দন কুমার পাসী, লিপি বেগম, রাজন মিয়া, ফয়সল আহমদ, পারভেজ আহমদ রাজু, আব্দুল মন্নান, সখী চরণ দাস, সাইফুল্লাহ, মনোরঞ্জন তালুকদার, উত্তম কুমার দাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক মো. আব্দুল মালেক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.